প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের মাগফেরাত কামনায় দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের উদ্দ্যোগে প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য সদ্য স্বাধীনতা পদকে ভূষিত মরহুম বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ ২৮আগস্ট (শুক্রবার) মৌলভীবাজার জেলা পরিষদ জামে মসজিদে বাদ জুম্মা এটি অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন প্রয়াত আজিজুর রহমানের ভাতিজা শরীফ উদ্দীন আজাদ,দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের উপদেষ্ঠা ও পৃষ্ঠপোষক বকসী ইকবাল আহমদ, উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ,দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ, সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন ,দপ্তর সম্পাদক আজিজুল হোসেন চৌধুরী,নির্বাহী সদস্য সোজা আহমদ ও মসজিদের শতাধিক মুসল্লিগণ। দোয়া মাহফিল শেষে প্রয়াত আজিজুর রহমানের কবর জিয়ারত করা হয় ও উনার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করা হয় । পরিবারের সদস্যদের মধ্যে প্রয়াত আজিজুর রহমানের ছোট ভাই জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন,পারভেজ আহমদ,শরীফ উদ্দিন আজাদ সহ অনেকেই উপস্হিত ছিলেন। একপর্যায়ে মরহুম বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কর্মের বিভিন্ন স্মৃতি চারণ করা হয় ও তার নিজ কর্মগুণে মৌলভীবাজারবাসীর স্মৃতির মণিকোঠায় তিনি চির জাগরূক হয়ে থাকবেন বলে মন্তব্য করেন দৈনিক বাংলার দিন পাঠক ফোরামের নেতৃবৃন্দ।