নজরুল ইসলাম কমলগঞ্জের রুপষপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার উপদেষ্টা মনোনীত।
কমলগঞ্জের রুপষপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা প্রয়াত আব্দুন নূর মাষ্টার সাহেবের মৃত্যতে শোক প্রস্তাব গ্রহনও দোয়া অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় প্রয়াত আব্দুন নূর মাষ্টার সাহেবের সন্তান লন্ডনে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মরত জার্নালিস্ট নজরুল ইসলামকে উক্ত প্রতিস্টানে উপদেষ্টা মণোনিত করা হয়েছে।
উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার পতন উষার ইউনিয়নের বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানব দরদী, সমাজ হৈতিষী, গরিবের বন্ধু, অন্যায় অনিয়মে আপোযহীন দক্ষ সালিশ বিচারক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুন নূর মাস্টার গত ২৫ আগস্ট মঙ্গলবার ২০২০ ইং আকস্মিক ভাবেই পরাপারে পাড়ি জমিয়েছেন। একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসাবে এই দ্বীনি প্রতিষ্টানে প্রয়াত আব্দুন নূর মাষ্টার সাহেবের অভিজ্ঞ পরামর্শ উৎসাহ উদ্দীপনায় ছিল সহায়ক শক্তি। মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল ও গুরুত্বপূর্ন সভায় তিনির জ্ঞানগর্ভ কথাবার্তা বিশেষ করে তিনির ইসলামিক জ্ঞান, ইমান ওয়ালামা ছাত্র ছাত্রীদের প্রতি তিনির সম্মান ভালবাসা আমাদের ও আমাদের প্রতিষ্টানকে অনুপ্রাণিত করতো।
মোঃ জাহেদুল হক
সভাপতি,
রুপষপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা,
মুন্সিবাজার, কমলগঞ্জ , মৌলভীবাজার