বৃটেনে এই প্রথম এথনিক কমিউনিটির পক্ষে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) চ্যারিটিকে প্রায় ১ লাখ ১৬ হাজার পাউন্ডের চেক হস্তান্তর করে চ্যানেল এস তথা বাংলাদেশ কমিউনিটি এক নব ইতিহাসের সূচনা করেছে।
মকিস মনসুর;বৃটেনের জনপ্রিয় অন্যতম টিভি চ্যানেল এস এর পক্ষ থেকে এনএইচএস ট্রাস্টের জন্য সংগৃহীত ১১৫ হাজার ৯৭১ পাউণ্ড ১ পেন্সের একটি চেক আজ বিকাল ৪টায় চ্যারিটি বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে ।চ্যানেল এস এর চেয়ারম্যান কমিউনিটি লিডার আহমেদুস সামাদ চৌধুরীর নেতৃত্বে চ্যানেল এস এর অন্যান্য সাংবাদিকবৃন্দ ,পার্টনার সংগঠণের নেতৃবৃন্দ ,কবি দবিরুল ইসলাম চৌধুরী ,ড: আতিক চৌধুরী ,সাংবাদিক মুহিব চৌধুরী ,চেম্বারের প্রেসিডেন্ট বশির আহমদ ও কমিউনিটি লিডার ,কে এম আবু তাহের চৌধুরী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন
ব্যতিক্রম ধর্মী অনুদান প্রদান ও এক ঐতিহাসিক দায়িত্ব পালনের পিছনে চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল সহ চ্যানেল এস এর টিমের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে এবং দাতাদের সহযোগিতায় চ্যানেল এস তথা বৃটেনের বাংলাদেশ কমিউনিটি এক নব ইতিহাসের সূচনা করেছে.।।