সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এর মৌলভীবাজার পরিদর্শন।
জেসমিন মনসুর.
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ জয়নুল বারী গত ১২ ই অক্টোবর সরকারি শিশু পরিবার (বালিকা), শ্রীমঙ্গল, মৌলভীবাজার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান, বিভাগীয় পরিচালক , বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেট জনাব সন্দ্বীপ কুমার সিংহ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, উপ পরিচালক জনাব মোঃ আব্দুর রফিক, উপ পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার জনাব আদিল মোত্তাকীন, উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল জনাব নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার, শ্রীমঙ্গল সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
সচিব মহোদয় ডরমেটরি ভবন পরিদর্শন করেন। ডরমিটরি ভবনটির পুনর্নির্মাণ, মেরামত সহ নিবাসিদের জন্য উপস্থিত সকল কর্মকর্তাকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে মাননীয় সচিব মহোদয় বয়স্ক নাগরিকদের বিনোদন ও আবাসনের জন্য শ্রীমঙ্গলে চলমান প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।