জেলা পুলিশ, মৌলভীবাজারের বিশেষ অভিযানে আবারও মাদকের বড় চালান আটক-১৯১ বোতল বিদেশি মদ সহ একজন আটক.।
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর, ২০২০ ১০:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৩০১ বার পঠিত
ফয়ছল মনসুর.
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার,জনাব ফারুক আহমেদ পিপিএম(বার), এর নির্দেশে ‘‘একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলা পুলিশ নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। এই ধারাবাহিকতায় কমলগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০৮নং মাধবপুর ইউপিস্থ ধলাইরপাড় সাকিন হতে আসামী নারগিস আক্তার (৩০) স্বামী-শাহিন আলম, সাং-ধলাইরপাড়, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজারকে হারিছ উদ্দিনের বসতঘর হইতে ১৯১ (একশত একানব্বই) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ, মূল্য অনুমান ২,৯৭,৭০০/-টাকা এবং নগদ ১৬৫০/-টাকা সহ আটক করা হয়।সবার প্রতি বিনীতভাবে অনুরোধ পরিচয় গোপন রেখে তথ্য দিন, সুন্দর মৌলভীবাজার গড়ার শপথ নিন।