প্রজাপতি
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর, ২০২০ ১১:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৪১৮ বার পঠিত

***********প্রজাপতি********
নাসির উদ্দিন হেলাল
সুপ্ত ও লুপ্ত-প্রায় ভালবাসা,
যখন প্রাণে সঞ্চারে আশা।।
আনন্দে স্বপ্নীল ছন্দে হৃদয়,
ভালবাসায় প্লাবিত মরুময়।।
প্রভাতের উড়ন্ত ঐ *প্রজাপতি*
লুপ্ত ভালবাসায় বাড়ায় গতি।।
ভোরের সোনা রোদের ছায়ায়
দেখেছি উড়তে বাহারী ডানায়।।
নিষ্পলক নয়নে অশান্ত এ মনে
ভালবেসেছি তাকে সংগোপনে।।
আজ আর নয় কোনো ভয়, সংশয়
বিসর্জিত সংকোচ, করেছি জয়।।
মম চিত্তে সদা উড়ছো তুমি সুনিশ্চয়
*প্রজাপতি* তুমি মোর অতি মায়াময়।।