পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ।
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর, ২০২০ ১২:০১ অপরাহ্ণ | সংবাদটি ২৩৮ বার পঠিত

জেসমিন মনসুর.
মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা মিছবাহুর রহমান গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জননেতা মোঃ শাহাব উদ্দিন এমপির সাথে ঢাকায় এক সৌজন্যে সাক্ষাৎ মিলিত হোন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র জননেতা আলহাজ মোঃ ফজলুর রহমান। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক. সাবেক ছাত্রনেতা কবির উজ্জামান চৌধুরী ও নবপ্রজন্মের মেধাবী মূখ জাকির হোসেন জুমন সহ প্রমুখ নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎে উভয়নেতারা মৌলভীবাজার জেলার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোকপাত করেছেন বলে জানা গেছে।।