টাংগোঃ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর, ২০২০ ৬:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৩৪ বার পঠিত

টাংগোঃ
নিপু কোরেশি.
আমার একটা বিড়াল ছানা
নামটি তাহার টাংগো,
দেড় মাস তার বয়স ছিলো
মিলেছে যখন সঙ্গ।
নিত্য দিনের সাথী মোদের
স্বাধীনতায় সে মত্ত,
ক্ষিধা পেলে পাশে এসে
নাড়ে তাহার অঙ্গ।
আশেপাশের বাসাগুলোতে
আছে অবাধ বিচরণ,
বন্ধুরা তার খুঁজ নেয় এসে
দেখা না হলে কিছুক্ষণ।
নিশি রাতেও ঘুরে বেড়ায়
সারা পাড়া জুড়ে,
দেহে তাহার সীম লাগানো
হারাবে কেমন করে?