: শৈশবের স্মৃতি ।

কবিতা : শৈশবের স্মৃতি
– কে এম আবুতাহের চৌধুরী
স্বদেশ আমার হৃদয়ে গাঁথা
প্রস্ফুটিত গোলাপ ফুল,
স্বদেশ আমার মায়ার বাঁধন
ভালবাসার আসল মূল ।
শৈশবকালের সকল স্মৃতি
মানসপটে ভেসে ওঠে,
সকাল বেলায় গোসল করে
স্কুলেতে যেতাম ছুটে ।
ফজর বেলা মুয়াজ্জিনের
মধুর আজান শুনে,
আঁধার বেলা হাজির হতাম
মসজিদের এক কোণে।
স্কুল শেষে বাড়ি ফেরে
যেতাম খেলার মাঠে,
সন্ধ্যা বেলা ঘরে এসে
মন দিতাম পাঠে ।
কাবাডি ,লুডু ,ফুটবল
ছিল প্রিয় খেলা ,
বর্ষাকালে বানের পানিতে
ভাসিয়ে দিতাম ভেলা।
গোল্লাছুট আর বন্দী খেলা
লাগতো ভীষন ভালো,
জাম গাছে উঠে খেতাম
রসালো জাম কালো ।
মার্বেল খেলায় মেতে থাকতাম
গ্রামের মেঠো পথে ,
হরেক রঙের মার্বেল কিনতাম
সুন্দর লাগতো দেখতে ।
সাঁঝের বেলা বাড়ি এসে
শুনতাম মায়ের বকুনি,
তারপরেও সোহাগ করে
মুখে দিতেন খানি।
ছোটবেলায় ঝগড়া করতাম
সহপাঠিদের সাথে ,
কিল ,কুস্তি লাগিয়ে দিতাম
রাগ ওঠলে মাথে ।
লেখা পড়ায় ভাল ছিলাম
শিক্ষক করতেন আদর,
হেড স্যারের বেতের আঘাতে
ছাত্ররা কাঁপতো থরথর।
সকাল বেলা আরবী ক্লাসে
ওস্তাদের কঠোর শাসন,
মনযোগ দিয়ে শুনতাম বসে
কোরআনের মধুর ভাষণ ।
নুনের বড়া গুড়ের সন্দেশ
আর জালি পাপরা ,
মা খাওয়াতেন পেট ভরে
ভাজা মুড়ি চিড়া ।
বাবা কোলে কাঁধে নিয়ে
চুমু খেতেন মুখে ,
স্কুলে টিফিন নিয়ে যেতেন
জড়িয়ে ধরতেন বুকে।
খালার আদর ভাইয়ের মায়া
মামীর হাতের পিঠা,
পেট ভরে খেতাম সবাই
লাগতো বড় মিঠা ।
শৈশবের হাজারো স্মৃতি
মনে আসে বারে বারে,
এমন সোনালী সুন্দর জীবন
আর পাব না ফিরে ।