
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ৭ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ। এসময় জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান ও জেলা প্রশাসনের সকল কর্মকর্তা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসন, মৌলভীবাজার এর আয়োজনে বর্ণাঢ্য জয়বাংলা সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ শোভাযাত্রা শহীদ মিনার প্রাঙ্গণ হতে শাহ মোস্তফা সড়ক-শ্রীমঙ্গল সড়ক-ওয়াপদা সড়ক ও কোর্ট সড়ক হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এক্ষেত্রে উপজেলাসমূহ তাদের নিজ নিজ রোডম্যাপ নির্ধারণ করেছে।