জননেতা আলহাজ্ব মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস এমপি চলে গেছেন না ফেরার দেশে; শুক্রবার জানাজা হচ্ছে।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব অত্যন্ত সাদা মনের মানুষ, সজ্জন ব্যক্তিত্ব জননেতা আলহাজ্ব মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজিউন’)
সিলেট ৩ আসনের সাংসদ জননেতা মাহমুদ উস সামাদ এমপির জানাজার সময়সুচী জানাজা আগামী কাল শুক্রবার বাদ আছর কাসিম আলী উচ্ছ বিদ্যালয় মাটে অনুষ্ঠিত হবে।
রাস্ট্রীয় ব্যবস্থাপনায় হেলিকাপ্টার যোগে সকাল ১১ ঘটিকার সময় মরদেহ ফেঞ্চুগঞ্জের নিজবাড়ীতে এসে পৌঁছাবে।
জানাজায় আগতদের গাড়ি পার্কিং মাইজগাউ ফুটবল মাঠে ব্যবস্থা করা হয়েছে।
নুরপুর দেলওয়ার হোসেন চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন সহ পরিচালক মন্ডলীর সবার পক্ষ থেকে কয়েস চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।।