বার্মায় সামরিক জান্তা নিপাত যাক : গণতন্ত্র মুক্তি পাক।

———————————
বার্মায় সামরিক জান্তা জালিম শাসকরা নির্বিচারে গণতন্ত্রকামী লোকদের হত্যা করছে ।এ পর্যন্ত প্রায় তিনশ’ লোককে হত্যা করেছে ।বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে হাজার হাজার লোকদের গ্রেফতার করছে ।
একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা সম্পুর্ণ অবৈধ।জালিম শাসকরা জানেনা ,অত্যাচার চালিয়ে মানুষের মৌলিক অধিকার কখনো রুদ্ধ করা যায় না ।
এই বার্মার সামরিক জেনারেলরা হাজার হাজার রোহিঙ্গা মুসলমানদের হত্যা করেছে ।১০ লাখ রোহিঙ্গা মুসলমানদের নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে ।এই জেনারেলদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে ।
আমি বার্মার মুক্তিকামী জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।বারমায় সেনাবাহিনীর নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।সারা বিশ্বের সব মানবতাবাদী সংগঠণ ও ব্যক্তিদের বার্মার সামরিক জান্তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি ।
-কে এম আবুতাহের চৌধুরী ,লণ্ডন