পবিত্র ঈদুল ফিতর।

————————————————————-
মাসব্যাপী সিয়াম তুমি করেছ স্বাধন,
মহান প্রভূর হুকুম তব করেছ পালন।
ওহে সায়িম,তোমাকে জানাতে সম্ভাষণ,
পবিত্র ঈদুল ফিতর করেছে আগমন।
মুখরিত তব গোটা পৃথিবী জমিন ও আসমান,
ফেরেস্তাগণের পূতঃ জবানে ধ্বনিত শ্লোগান।
ওহে ইবাদে রাহমান, ওহে সায়িমে রামাদ্বান,
মারহাবাম বিকুম, আহলান ওয়া সাহলান।
ছিলে নিমগ্ন ইবাদাতে, জাগ্রত রজনীতে,
দিবসে সিয়ামরত, প্রভুকে খুশি করিতে।
যত পাপরাশী তব মোচন হয়েছে তাতে,
তব খুশির শিহরণ তাই মুমিন হৃদয়েতে।
জাগরিত হোক ভ্রাতৃত্ববোধ তব স্নেহ -মমতা,
বিদূরিত হোক তব হিংসা-বিদ্বেষ যত বৈরিতা।
পিছে পড়ে থাক নিপাত যাক সব অরাজকতা,
ঈদের আহবানে মানব মননে জাগুক মানবতা।
ঈদ মানে আনন্দ অনাবিল শান্তি,
চেহারাতে ভেসে উঠে হৃদয়ের প্রশান্তি।
ভেদাভেদ মতভেদ তব চাহেনা বিভ্রান্তি,
ভালবাসা মিলামিশা চাহেতো সম্প্রীতি।
—————————————————————–