আনুষ্ঠানিকভাবে আল-আকসা মসজিদে নিরীহ মানুষ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
প্রকাশিত হয়েছে : ১২ মে, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১৪৮ বার পঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়,
“দখলদার ইসরায়েলি বাহিনীর আল-আকসা মসজিদে হামলা, শেখ জাররাহ পাড়ায় ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে স্থানান্তরিত করা মানবিক মানদণ্ড, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তির লঙ্ঘন।”
এই ধরনের সন্ত্রাসী আক্রমণ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় বাংলাদেশ।
বাংলাদেশ ফিলিস্তিনের পাশে অকৃত্রিম বন্ধু হিসেবে সবসময় ছিল। এই একটি ইস্যুতে বাংলাদেশে কোন আন্তর্জাতিক শক্তির রক্তচক্ষুকে পরোয়া করেনি। ফিলিস্তিনিদের পাশে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ ।