স্নিগ্ধ মনের প্রতিচ্ছবি।
প্রকাশিত হয়েছে : ২ জুন, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১৬৩ বার পঠিত

————————-সৈয়দ শওকতুজ্জামান
স্নিগ্ধ মনের প্রতিচ্ছবি,বাগ
বাগিচার মেঠো পথে রাগে
অনুরাগে প্রকৃতির মায়ায়
সিক্ত এ জীবন নিমগ্ন অনুভবে
সিঞ্চিত বুকের জমানো ব্যথা
উদার আকাশের সামিয়ানার
নীচে আজ বড় একা,ধূসর
সরল গন্তব্য খুঁজিনি,কখনো
বুঝিনিতো অর্থ কড়ির কতো
দাম,মানুষ আকৃতিতে জন্মেছি
তাই মনুষ্যত্বের বিকাশ সাধন
ছিলো আদৃত খেয়ালী পনা।
কতো দূর হেঁটে চলেছি
স্মৃতি প্রভাতের শুকতারার
চেয়ে স্নিগ্ধ উজ্জ্বল হারিয়ে
যাওয়া সোনালী দিনগুলো।
দুঃখ বেদনাক্লিষ্ট জীবন
আঁধারের পথ মাথিত করে
একটু প্রশান্তির আলো, লুকাই
অবনত,তোমাদের ভালোবাসার
সোনার আলোয় ভরা প্রাতে—–
ছান্দসিক কবি । প্রকৃতির নিমগ্ন
মেঠোপথ, হাজার বছর ধরে
আমারে পাবে তোমাদের
জানা অজানায় স্নিগ্ধ মনের
উচ্ছ্বসিত প্রাণের প্রতিচ্ছবি।