পরিবেশ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রকাশিত হয়েছে : ১৩ জুন, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৫৮ বার পঠিত

মৌলভীবাজারের রাজনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রোববার (১৩ জুন) সকালে বড়লেখা উপজেলায় মন্ত্রীর বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিশেষ শাখার (ডিআইও-১) মো: আবু তাহের।
এসময় নবাগত ওসি নজরুল ইসলাম রাজনগর থানার সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখবেন বলে মন্ত্রী কি আশস্ত করেন।