যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান বাজার ইউপির উদ্যোগে, হাবিবুর রহমানের সমর্থনে ,মতবিনিময় সভা।

ম্যানচেষ্টার থেকে শেখ জাফর আহমদ।
গত ২২/০৬/২০২১ ইংরেজী রোজ মঙ্গলবার রাত ১১:৪৫ মিনিটের সময়, যুক্তরাজ্যে বসবাসরত- সিলেট জেলার বালাগঞ্জ থানার , ৩ নং দেওয়ান বাজার ইউনিয়নের সর্ব সাধারনের উদ্যোগে, আসন্ন সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা হাবিবুর রহমান হাবিব এর সমর্থনে, পুর্ব লন্ডনের রাজবয় রেষ্টুরেন্টে, এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সাবেক ছাত্র নেতা মিনার আলীর সভাপতিত্বে ও তরুন সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী ছহুলে মোমিনের সঞ্চালনায় সর্ব প্রথম পবিত্র কোরান থেকে তেলাওয়াত করা হয়. অনুষ্টিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রান পুরুষ, যুগ্ন সাধারন সম্পাদক জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে, যুক্তরাজ্য আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, এম এ করিম, বদরুল ইসলাম , সাদ মিয়া, কাউন্সিলর সাহেদ মিয়া, লুটন আওয়ামীলীগের সহ সভাপতি আজমল আলী খান, গহর পুর উন্নয়ন ট্রাষ্ট ইউকের সভাপতি আজাদ মিয়া. ছমিরুন নেছা স্কুলের প্রতিষ্টাতা সাজ্জাদ আলী,
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আরজু মিয়া, সেলিম আহমদ, জহির উদ্দীন বাবলু, খিজির আহমদ, আরমান আলী, আনহার আলী ইয়াকুব, জয়নুল ইসলাম, ফয়সল আহমদ, আশিক মিয়া, রেদুয়ান আহমদ, আতাউর রহমান সেবুল সহ প্রবাসী দেওয়ান বাজার ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা , আগামী ২৮ তারিখের উপ- নির্বাচনে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে জয়ী করার জন্য ,, নিজ নিজ অবস্থান থেকে সাহায্য সহযোগিতার অঙ্গীকার করেন. বাংলাদেশে অবস্থানরত তাদের আন্তীয় স্বজন সহ সাধারন ভোটারদের সাথে যোগাযোগ করে, নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য , তাদের অনুরোধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।