রাজপথের সহযোদ্ধা ও আজকের বাস্তবতা।

সুজাত মনসুর.
করোনা ভাইরাস মানুষের জীবনকে তছনছ করে দিলেও কিছু কিছু ভালো কাজ করার সুযোগ করে দিয়েছে। মানুষকে বহির্মুখী অবস্থা থেকে অনেকটাই গৃহ মুখি করেছে। স্বাস্থ্য সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়েছে। দূরের বন্ধুদের ভার্চুয়ালী কাছে টেনেছে। তেমনি ভালো একটি কাজের অন্যতম হল রাজপথের সহযোদ্ধা গ্রন্থটি। চরম ইতিহাস বিকৃতির যুগে এই বইটি কালের স্বাক্ষী হয়ে থাকবে। বিশেষ করে অতিসম্প্রতি প্রবাসী মুক্তিযোদ্ধার তালিকা করতে গিয়ে যে ইতিহাসের মূল নায়কদের মুছে ফেলার চেষ্টা ও লুকোচুরি করা হয়েছে, তা দেখে আমার উপলব্ধি হয়েছে, যদি আমরা এই বইটি না করতাম, তাহলে আমরা যারা ৭৫ পরবর্তী সময় থেকে রাজপথে লড়াই করেছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় এখনো বিভিন্নভাবে ভূমিকা রাখছে তারাও ইতিহাস থেকে মুছে যেত। কিন্তু এই বই হওয়ার কারনে যাদের পরিচিতি ছাপা হয়েছে তারা অমর হয়ে রইলেন। চাইলেই কেউ ইতিহাস বদলে দিতে পারবে না। উল্লেখ্য, যারা স্বেচ্ছায় পরিচিতি পাঠিয়েছেন কেবল তাদেরই পরিচিতি ছাপা হয়েছে। বার বার বলা সত্বেও যারা পরিচিতি দেননি, তারা বাদ পড়েছেন। এ দায় আমার নয়। তবে ভবিষ্যতে যদি কেউ পরিচিতি পাঠান তাহলে পরবর্তী সংস্করণে প্রকাশিত হবে। বইটি লকডাউন উঠে গেলেই প্রকাশিত হবে। যারা বইটি করতে উৎসাহিত করেছেন, তাদের নাম ভূমিকায় উল্লেখ করেছি। তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।