ইউ.কে-এর কার্ডিফ জালালীয়া মসজিদ এন্ড ইসলামিক এডুকেশন সেন্টারে শায়খুল হাদিস আল্লামা ছালিক আহমদ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত; মোজাম্মেল আলী.।

ইউ.কে ওয়েলসের রাজধানী কার্ডিফ জালালীয়া মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে আন্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের অন্তর্গত কার্ডিফ শাখার উদ্যোগে গত রবিবার বাদ জোহর সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ, শায়খুল হাদিস আল্লামা ছালিক আহমদ ছাহেব (র.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা, মীলাদ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিল জনাব হাফিজ মাও: ফারুক আহমদের সভাপতিত্ত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব আনসার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্হিত ছিলেন জালালীয়া জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও ট্রাষ্টি প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুল মজিদ. ইউ.কে বিডি টিভির চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর. মসজিদের বর্তমান চেয়ারম্যান দিলওয়ার আলী, সাবেক চেয়ারম্যান জনাব হাজী আসাদ মিয়া, কারী নুরুল ইসলাম.লন্ডন সিলেট নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক কারী মোজাম্মেল আলী, সাবেক ট্রাস্টী বকুল মিয়া, বর্তমান ট্রাস্টী হাজী জিলু মিয়া, ট্রাস্টী মুছাব্বির আলী, সাবেক সেক্রেটারি খাদিমুল ইসলাম , কারী আব্দুল সেলিম, সাইদুল ইসলাম, হাফিজ ইমরান আহমদ, জহির আক্তার আলী. মিজানুর রহমান, এম মুসলিম আলী, এবং ওজিউর রহমান মিজান সহ প্রমূখ মুসল্লীয়ানবৃন্দ.।পরিশেষে মরহুমের মাগফিরাত কামনা করে মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।