লন্ডনে মেরিনা চৌধুরী পুতুলের জন্য দোয়া ও শোক সভা অনুষ্ঠিত-।

গতকাল সোমবার, ২৬শে জুলাই বাদ আছর লন্ডনের বৃক লেইন জামে মসজিদে ইষ্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ও আলতাফুর রহমান চৌধুরী মিতার বোন
সদ্য প্রয়াত মেরিনা ইয়াসমিন চৌধুরী পুতুলের জন্য দোয়া ও শিরনী বিতরন করা হয়।
পরে মসজিদের কমিটি রুমে শেখ কামাল মেমোরিয়াল ট্রাষ্ট ইউকের আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রেসিডেন্ট আলতাফুর রহমান চৌধুরী মিতার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরোয়ার খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব হরমুজ আলী, বিশেষ অতিথির বক্তব্য দেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ও জাতীয় চার নেতা পরিষদের সভাপতি এ্যাডভোকেট শাহ ফারুক আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেখ কামাল মেমোরিয়াল ট্রাষ্ট ইউকের যুগ্ম আহবায়ক ইকবাল এম হোসেন, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র শহীদ আলি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট কমিনিউটি ব্যাক্তিত্ব আব্দুল করিম নাজিম, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, ইষ্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা জামাল সৈয়দ নাসির, মামুন কবির চৌধুরী, জুবের চৌধুরী ও কায়ুম চৌধুরী।
বক্তারা মেরিনা চৌধুরী পুতুলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেন।