এরই মধ্যে মুম্বাইয়ের অপরাধ দমন শাখা আদালতকে জানিয়েছে, রাজ ও তার সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ ‘হটশটস’-এর আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। ২০২০-র অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্নো ছবি বানিয়ে অন্তত ১ কোটি ১৭ লাখ টাকা আয় হয়েছে রাজের।
এদিকে, রাজ কুন্দ্রা কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিয়েছে মুম্বাই পুলিশ। এতে রাজের অপর একটি অ্যাপ ‘বলিফেম মিডিয়া লিমিটে়ড’-এর সমস্ত আর্থিক লেনদেনের উল্লেখ রয়েছে। জানা গেছে,সেই অ্যাপের মাধ্যমে কত আয় হতে পারে, তার একটা পরিকল্পনা করা হয়েছিল। অ্যাপটির মাধ্যমে ২০২৩-২৪ সালের মধ্যে ১৪৬ কোটি টাকা এবং ৩৪ কোটি টাকা লাভের পরিকল্পনা ছিল রাজ ও তার সহকারীদের। ২০২১-২২ সালে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ ৭৩ কোটির বেশি টাকা আয়ের আশা করেছিল রাজের সংস্থা।