অনুভব অবিনশ্বর/
কাজী আতীক।
জলে ভাসে জল, আগুনে আগুন
বাতাসে বাতাস ভাসে নিয়ত অমোঘ
আলোয় আলো ভাসে- আঁধারে আঁধার
মনেও কি ভাসে মন? নাকি হরায় কেবল!
যেমন সংলগ্ন হৃদয়? সমর্পন পরষ্পর,
অনন্তর- মন কেবল ছুঁয়ে থাকে মন।
প্রেম যেনো তাই এক অনুভব অবিনশ্বর।
(কিশোরগন্জ, ১ আগস্ট ‘২০২১)