খুঁজে ফিরি পিতার পদচিহ্ন এর মোড়ক উন্মোচন।

চৌধুরী মেরাজঃ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে খুঁজে ফিরি জাতির পিতার পদচিহ্ন এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ ১১আগস্ট (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েরমাননীয় মন্ত্রী মোঃ সাহাব উদ্দিন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার -০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, ডাঃ সাদিক আহমদ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।