মৌলভীবাজারে খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’ নামক ডকুমেন্টারির মোড়ক উন্মোচন।

জেসমিন মনসুর,
গত ১১ আগষ্ট বুধবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন অঙ্কিত স্থান নিয়ে নির্মিত ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’ নামক একটি ডকুমেন্টারির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে সরাসরি অনলাইন প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এম.পি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য জনাব নেছার আহমদ এমপি এবং মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য (মহিলা আসন-৩৬) এবং জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জনাব সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, মৌলভীবাজার পৌরসভার মেয়র, মৌলভীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তারা