জনতা ব্যাংক একাটুনা বাজার শাখার সাবেক ম্যানেজার ইয়াজ উদ্দিন আর নেই।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খুউবই ঘনিষ্ঠজন, একজন ভালো মানুষ, সমাজসেবক, আমার এলাকার জনতা ব্যাংক একাটুনা বাজার শাখার দীর্ঘদিন ম্যানেজার ছিলেন ইয়াজ উদ্দিন আহমদ অদ্য ১২আগষ্ট ২০২১ইং তারিখ সকাল ৭.১৫ মিনিটের সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ আজ যোহরের নামাযের পর হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ)এঁর দরগাহ মসজিদ প্রাংগনে অনুষ্টিত হবে। এবং ২য় জানাযা রবিরবাজারস্থ মোহাম্মদি শাহী ঈদগাহে বিকাল ৫.৩০মিনিটের সময় অনুষ্টিত হবে বলে উনার ছোট ভাই আমার বন্ধু
জিয়া উদ্দিন .উনার দুই ছেলে যুক্তরাজ্য প্রবাসী লিমন ও ইমন এর কাছ থেকে জানা গেছে।
মরহুমের জানাযার নামাজে শরিক হওয়ার অনুরোধ জানানো সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য মনসুর মিডিয়ার পক্ষ থেকে বৃটেনের কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।