নাটোরের লালপুরে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা।

মেহেরুল ইসলাম মোহন এর প্রতিবেদন
২০০৪ সালের ভয়াল ২১শে আগষ্ট বিএনপি-জামায়াত জোটের পৃষ্টপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা আ’লীগ প্রতিবাদ সভা করেছে।
লালপুর উপজেলা আ’লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় শনিবার (২১শে আগস্ট)বিকেলে লালপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.আবুল কালাম আজাদ।
এ সময় লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলি,নাটোর জেলা আ’লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার,অধ্যাপক আমজাদ হোসেন,লালপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য বদিউর রহমান,থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান,লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু,লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ,দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান সরকার,এ বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সহ আওয়ামীলীগের উপজেলা,পৌর,ইউনিয়ন, ওয়ার্ডের নের্তৃবৃন্দ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।