উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সুধী সমাবেশ, শনিবার (৯ অক্টোবর, ২০২১) জুড়ী থানার আয়োজনে জুড়ী থানার নবনির্মিত ভবনে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মৌলভীবাজার সুদর্শন কুমার রায় এর সঞ্চালনায় ও পুলিশ সুপার মৌলভীবাজার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাবউদ্দিন এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য (মহিলা আসন -৩৬) সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম ডিআইজি সিলেট রেঞ্জ, মোঃ নিশারুল আরিফ পুলিশ কমিশনার এসএমপি সিলেট, মীর নাহিদ আহসান জেলা প্রশাসক মৌলভীবাজার।