রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ইউ কে বিডি টিভি পরিবারের শোক প্রকাশ,,,.।

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট কলাম লেখক সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষে ইউ কে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ইউ কে বিডি টিভির ম্যানেজিং ডাইরেক্টর ও বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ইউ কে বিডি টিভি.কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন, ইউ কে বিডি টিভি.কম এর নির্বাহি সম্পাদক ও বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, ইউ কে বিডি টিভি.কম এর বার্তা সম্পাদক শাহজাহান মিয়া, ইউ কে বিডি টিভি.কম এর সহ বার্তা সম্পাদক ও অনলাইন প্রেসক্লাব মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ প্রমুখ।
শোকবার্তায় ইউ কে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা প্রেসক্লাবের লিডার মোহাম্মদ মকিস মনসুর, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন তিনি ছিলেন সাংবাদিকতা জগতের এক উজ্জল নক্ষত্র। যার লেখনিতে সবসময় ফুটে উঠতো সত্য ও ন্যায়ের বাণী।যিনি আমৃত্যু তার কলম চালিয়েছেন সত্যের পক্ষে।সৎ ও সাহসী প্রগতিশীল সাংবাদিকতায় তাঁর অবদান যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবে।অনেক স্মৃতি আপনার সাথে, বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত কলম সৈনিক হিসেবে আপনার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে.,
মকিস মনসুর, সাংবাদিক পীর হাবিবুর রহমান তাঁর লেখনীর মাধ্যমে আমাদের মনোজগতে নতুন চিন্তার খোরাক যোগাতেন বলে উল্লেখ করে মোহাম্মদ মকিস মনসুর বলেন
তাঁর লেখনীতে সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী এবং নানাবিধ জটিল বিষয়ের প্রাঞ্জল বিশ্লেষণ আমরা প্রত্যক্ষ করেছি। দেশ ও জাতিকে আরো অনেক কিছুই দেওয়ার ছিল তাঁর।’