ভাবনায় আমি. নিলরুবা সুমি
🌹🌹🌹🌹🌹
বাজার হাট
সবই খোলা
স্কুল কেন বন্ধ?
কার কাছে এর জবাব চাইবো
বিবেক যাদের অন্ধ?
ঘরে বসে মেধার বিকাশ
কেমন করে হয়?
স্মার্ট ফোনের আসক্তিতে
চোখের জ্যোতির ক্ষয়।
স্কুলের বেতন নিত্তি যে দেই
বাড়তি যোগ ওয়াইফাই
ল্যাপটপ আর কম্পিউটারে
পড়ালেখা কি হচ্ছে তাই?
জ্ঞানের কথা যারা বলেন
তারাই কি সব জ্ঞানী হায়
কেমন করে বাড়বে জ্ঞান
তাদের কাছেই জানতে চাই?