অসুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মকিস মনসুর।

বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মকিস মনসুর হার্ট এর সমস্যা নিয়ে গতকাল বুধবার থেকে হাসপাতালে ভতি আছেন এবং তিনি সকলের কাছে দোয়া দরখাস্ত পেশ করেছেন,,,,,,অশেষ কৃতজ্ঞতা সহ দোয়া কামনা,, আসসালামু আলাইকুম ওয়ারহাম তুল্লাহ, গত ৯ ই ফেব্রুয়ারি থেকে আমার অসুস্থতার খবর শুনে দেশে বিদেশের অনেকেই ফোন, ট্রেক্সম্যাসেইজ, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেইসবুক সহ নানাভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন,
কার্ডিফ হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধ থাকার কারনে কথা বলা সম্ভব হচ্ছে না বলে দূঃখিত, দেশে বিদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসার পাশাপাশি ও জুমের মাধ্যমে বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগতভাবে সবাই আমার জন্য দোয়া করছেন এজন্য আমার পরিবার এর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি,,আগামী ২১ শে ফেব্রুয়ারী সোমবার আমার অপেন হার্ট সার্জারী হওয়ার সম্ভাবনা রয়েছে, এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হবে, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সহ ব্যাক্তিগত ভাবে অনেকের সাথে কমিউনিটি, রাজনীতি, সাংবাদিকতা, মসজিদ, মাদ্রাসা, স্কুল,ও নানা প্রতিষ্ঠানের মাধ্যমে কমিউনিটির সমাজসেবামূলক নানা কাজে সম্পৃক্ত থাকার কারণে দীর্ঘ চলার পথের ভূলত্রুটির জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার পাশাপাশি মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো আমার হার্ট অপারেশন সাকসেসফুল করা সহ আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি,,আমিন।
দোয়া কামনায়,
মোহাম্মদ মকিস মনসুর,
মনসুর ফ্যামিলি,
কচুয়া হাউস,
কার্ডিফ ইন ইউকে,
১০ ই ফেব্রুয়ারি ২০২২ ইংরেজি,৯০ এর”””””
উল্লেখ্য যে তিনি ৯০ দশকের গন-আন্দোলনের বাংলাদেশের সাবেক ছাত্রনেতা বৃটেনের কমিউনিটি লিডার ও সাংবাদিক যুক্তরাজ্য যুবলীগের সাবেক সহ সভাপতি. ইউকে ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি. ইউকে ওয়েলস ছাত্রলীগ সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়া ও যুক্তরাজ্য আওয়ামীলীগ কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি. জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকের সভাপতি. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী মুজিববর্ষ সার্বজনীন উদযাপন নাগরিক কমিটি ইউকে ওয়েলসের যুগ্ম আহবায়ক, মুজিব শতবর্ষ ও বাংলাদেশের মহাণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব সার্বজনীন উদযাপন কমিটি অব ওয়ার্ল্ড হোয়াইডের সদস্য সচিব,এবং হৃদয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ফাউন্ডেশন ইন ইউকের সভাপতি এবং বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি.সহ ইউকে বিডি টিভির চেয়ারম্যান. ও ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতির দায়িত্ব পালন করছেন.