মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র নাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে ইউনিটি অব মৌলভীবাজার এর শোক প্রকাশ,।

মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার নাহিদ হোসেনের মমতাময়ী মা মিসেস জেবুন্নেছা খানমের মৃত্যুতে
ইউনিটি অব মৌলভীবাজার এর আহব্বায়ক,মোহাম্মদ মকিস মনসুর সহ সংগঠনের স্রদ্ধেয় উপদেষ্টাবৃন্দ ও আহব্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ এবং বাংলাদেশ টিমের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে একযুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।
এখানে উল্লেখ্য যে, গত বুধবার (৩০ মার্চ) বেলা ৩ টা ২০ মিনিটের দিকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।
এদিকে জেবুন্নেছা খানমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান সহ পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীগণ।
জেবুন্নেছা খানম মৃত্যুকালে ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে কাউন্সিলর নাহিদ হোসেন এবং মেয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি মরহুমার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।