বৃটেনের শক্তিশালী ক্রীড়া সংগঠন ‘লণ্ডন স্পোর্টিফের’উদ্যোগে গতকাল পূর্ব লণ্ডনের লণ্ডন এন্টার প্রাইজ একাডেমীতে একটি সফল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার লুৎফুর রহমান ।
এখানে উল্লেখ্য -লন্ডন স্পোর্টিফ ক্লাব বাংলাদেশী বংশদ্ভোত তরুনদের ফুটবল ,ব্যাডমিন্টন ,ক্রিকেট সহ বিভিন্ন খেলাধূলায় উৎসাহিত করছে ।সামাজিক অপরাধ থেকে যুবকদের রক্ষা ,নৈতিক মানের উন্নয়ন ,শারিরীক ও মানসিক উন্নতি সাধনে যুগান্তকারী ভূমিকা পালন করছে ।এ ক্লাবের সভাপতি হচ্ছেন সাংবাদিক ইব্রাহিম খলিল ও সাধারন সম্পাদক মুহিবুল আলম ।সংগঠনের ডাইরেক্টর ও ক্লাব ম্যানেজার হচ্ছেন রেজাউল করিম ।
ইফতার মাহফিলে সংগঠনের অন্য কর্মকর্তা সিভিক এওয়ারড প্রাপ্ত মুহি মিকদাদের ভূমিকা ছিল প্রশংসনীয় ।
এ ক্লাবটি ইতিমধ্যেই বিভিন্ন চ্যারিটি কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে ।