সাবেক সফল অর্থমন্ত্রী,ভাষা সৈনিক, আবুল মাল আবদুল মুহিত এর মৃত্যুতে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের শোক প্রকাশ,,।

বদরুল মনসুর,
প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের পক্ষ থেকে
সংগঠনের চেয়ারম্যান হারুনুর রশীদ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, প্রবীণ মুরব্বী আলহাজ্ব সুরাবুর রহমান, আব্দুর রকির সিকদার, ফয়জুর রহমান চৌধুরী,আলহাজ্ব ফারুক আলী, আব্দুল মালিক, ড,মুজিবুর রহমান, হেলাল আহমেদ তফাদার, সৈয়দ আবু সাঈদ আহমদ, এম, সিপার করিম, নাজমুল ইসলাম, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সৈয়দ মুজিবুর রহমান, এম এ সালাম, আজাদুর রহমান, লোকমান হোসেন,সৈয়দ আবু সাঈদ আহমদ, মসুদ আহমেদ,আলা উদ্দিন আহমেদ, শেখ নুরুল ইসলাম, শেখ মোহাম্মদ আনোয়ার, আলহাজ্ব লিয়াকত আলী, মোহাম্মদ আসকর আলী, আখলাকুল আলম সেবু, আখলাক চৌধুরী বাবু, আবু তাহের একাউনটেন্ট, মোহাম্মদ নুনু মিয়া, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আখলাকুল আম্বিয়া রাবেল, সৈয়দ মিসবাউল করিম সায়েম, কদর উদ্দিন, আব্দুর রহিম রনজু, ময়নুল ইসলাম, আব্দুল আজিজ, শেখ আব্দুর রুউফ, শাহ শাফি কাদির, রকিবুর রহমান, এ বি রুনেল, শিপন আহমদ, ফখরুল ইসলাম চৌধুরী, আফসারুজ্জামান পারভেজ, আদিল আহমদ, ও প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের চ্যারিটি কোডিনেটর মোহাম্মদ মকিস মনসুর,সহ অন্যান্য নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, বাংলাদেশের সাবেক বারবারের সফল অর্থমন্ত্রী, বহির্বিশ্বে বাংলাদেশের জন্যে অগনিত সুনাম কুড়িয়ে আনা ব্যাক্তিত্ব, রত্নগর্ভা মায়ের গর্বিত সন্তান, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। জাতি আমাদের এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। এই মহান গুণী ও সফল মানবের মৃত্যু আমাদের জন্যে অপূরণীয় ক্ষতি।
দেশ ও মানুষের কল্যাণের জন্যে কাজ করে যাওয়া জননেতা আবুল মাল আবদুল মুহিত সাহেবকে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য তারা সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। ***********************************************
বদরল হক মনসুর, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে,