আব্দুস সামাদ আজাদ ১৯৭৫ পরবর্তী আওয়ামী লীগের পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্ভুথ্থান এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ আজাদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মন্ত্রিসভায় পররাষ্ট মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন তিনি। ২০০৫ সালের ২৭ এপ্রিল আব্দুস সামাদ আজাদ মারা যান।
আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বৃহত্তর সিলেটের অবিসংবাদিত নেতা,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ট সহচর জনাব আব্দুস সামাদ আজাদ সাহেবের ১৭তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।।