আজ ০৭ জুন ২০২২ দুই দিন ব্যাপী সিলেট বিভাগীয় ইনোভেশন শোকেসিং ২০২২ এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার সিলেট ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রকাশিত হয়েছে : ৮ জুন, ২০২২ ৯:১০ অপরাহ্ণ | সংবাদটি ১৩২ বার পঠিত
। দ্রুততম সময়ে, কম খরচে ও মূল্যবান সরকারি সেবা সহজে জনগণের কাছে পৌছে দেবার লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের উদ্ভাবনী উদ্যোগসমূহকে প্রদর্শনের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট জেলার সকল জেলা, উপজেলা উপজেলা ও বিভিন্ন সরকারি দপ্তর অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম মো: মহিউদ্দিন, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিলেট (রাজস্ব), জনাব দেবজিৎ সিংহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সিলেট (সার্বিক) সহ অন্যান্য অতিথিরা।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক, মৌলভীবাজার এর উদ্ভাবনী উদ্যোগ”স্মার্ট হাট” উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ জাহিদ আখতার।