সৈয়দ মবনু
*
তন্ময়ে চেয়েছিলাম আজ পথের দিকে
দেখবো মা তোমার চেহরায় নুরের জ্যোতি
মাগুড়ার জলে ঘূর্ণন দিয়ে ওঠে তখন
মাগো তোমার চলে যাওয়ার সকল স্মৃতি।
জলের স্রোতে চেয়ে দেখি মা তোমাকে
তুমি বসা চন্দ্রালোকিত বারান্দার চৌকিতে
তোমার বুকে কত দৃঢ়তা আর সাহস ছিলো
তুমি দাঁড়িয়ে যেতে সকল স্রোতের বিপরীতে।
তোমাকে দেখি মা চোখের পলকে
নুরের জ্যোতি তুমি কলবের ভেতরে
তুমি কবিতার ছন্দের মতো এসো মা
আমার জীর্ণ-শীর্ণ এই মাটির ঘরে।