স্বপ্নের পদ্মা সেতু।

স্বপ্নের সেতু –
আব্দুছ ছালাম বুলবুল,
প্রমত্তা পদ্মা তুমি বিস্ময়
পৃথিবীর জটিল এক সমিকরণ,
উম্মাদ মানে না সে কোন শৃংখল ,
নিত্য উতাল নবীন যৌবন
নাই কোন ব্যাকরণ।
স্বপ্ন হলো অতীত
নিলো সে চির বিদায়!
কত ঘাত সংঘাত পেরিয়ে
আঁধার কাটিয়ে
আলোর ঠিকানায়
স্বপ্ন পেলো ঠাঁই ।
দূর থেকে অবাক চিত্তে
পম্মার অপরূপ রূপ
আমি দেখি তাই !
গগনে সেতু উপর
মেঘ মালহার মিতালী পবণে।
মাথার উপর মেঘের ভেলা
ক্ষণে রোদ ক্ষণে ক্ষণে
বৃষ্টির খেলা।
একই স্হানে একই সময়
আনন্দে নাচে মম
বাংলার ছয় ঋতু,
বাস্তবে পেলো পূর্ণ রূপ
স্বপ্নের পদ্মাসেতু।
জয়ধ্বনি তার দু’কূল
থৈ থৈ জলে বুকে টলমল ।
নতুন দিগন্তে অশান্ত উম্মাদ
প্রমত্তা পদ্মার রূপের ঝলমল।
ঢেউয়ের খেলা রুপসী পদ্মায়
আলোয় ঝলমল দিবানিশি,
বহে দখিনা হাওয়া
আনন্দ মুখরিত হয়েছে মাওয়া,
পদ্মাবতী’র আনন্দ বিহার
রূপসী পদ্মায় ।
স্বপ্ন-দুয়ার খুলে দিলো
আজি দখিনা সমিরণ,
প্রমত্তা পদ্মা দেখে
কাঙ্গালের মনহরন।
একূল ওকূল দু’কূলের
হলো আজ চির জনমের
মধুর মিলন বন্ধন।
অভাক বিশ্ব চেয়ে দেখে,
বিশ্বের বিস্ময় এক
অনন্য স্হাপনা বাংলায়।
জগতের সেরা অনন্য কারিগরি,
দেখিল বিশ্ব পদ্মাবতী’র বাহাদুরি
চলবে না আর কারো দাদাগিরি !
দৃঢ় প্রত্যয় অসীম সংকল্প
এনে দিলো আজ
স্বপ্ন জয়ের গল্প ।
সৃজন ও সুন্দর
অনন্য রচনা,
করিয়াছেন বঙ্গবন্ধু কন্যা
শেখ হাসিনা ॥
🫅🎖👸🎖👸🎖