মৌলভীবাজার এর বন্যাদুর্গতদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
জেসমিন মনসুর,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা,এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে গ্রেটার সিলেটের বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৬ টি স্থানে প্রায় এক হাজার মানুষের মাঝে ৬ লক্ষ টাকার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুনামগঞ্জ, ছাতক, বিশ্বনাথ, বালাগঞ্জ ওসমানী নগর ও নবীগঞ্জে বিতরণ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এই ধারাবাহিকতায় বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে গতকাল সকাল ১১ টায়,মৌলভীবাজার জেলা সদরের ১নং খলিলপুর ইউনিয়নের বন্যাদুর্গতদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,
প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের মৌলভীবাজার জেলার প্রতিনিধি ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ডিরেক্টর বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম মাহমুদ চৌধুরী, ও বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকে সাউথ ওয়েলস রিজিওনের সাধারণ সম্পাদক ও ওয়েলফেয়ার এর ডিরেক্টর রকিবুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ালর্ড ওয়াইড এর সভাপতি সৈয়দ নওশের আলী খোকন,মৌলভীবাজার সম্মিলিত সামাজিক পরিষদ এর সভাপতি এম খালেদ চৌধুরী, কাডিফ প্রবাসী শাহ আব্দুল ওয়াহাব ও পোগ্রাম কোডিনেটর মোহাম্মদ আব্দুল খালিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন ইউকের ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, এই মহতি প্রজেক্ট বাস্তবায়নে ওয়েলফেয়ার এর চেয়ারম্যান, সেক্রেটারী, ট্রেজারার ও ডিরেক্টরস এবং ট্রাষ্টিদের মধ্যে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই মহতি পোগ্রামে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
অলিউর রহমান, সাংবাদিক মোজাক্কির হোসাইন, আব্দুল জলিল, আফির আলী, সেফু মিয়া, ও ছাত্রনেতা বাদল সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে এই প্রজেক্ট বাস্তবায়নে বৃটেনের কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে
চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্, সেক্রেটারি মোহাম্মদ আসকর আলী, ট্রেজারার আলহাজ্ব কেরামত আলী, বোর্ড অব ডিরেক্টরস ও ট্রাষ্টিদের মধ্যে সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, শফিক মিয়া, শেখ মোহাম্মদ আনোয়ার, এম নজির উদ্দিন, মুজিবুর রহমান মুজিব, রকিবুর রহমান, সিরাজুল ইসলাম মাহমুদ চৌধুরী, ও মাহমুদ হোসাইন সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন
সভায় সকল বক্তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।।