মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসে শোকার্ত হৃদয়ের স্রদ্ধা.,।

.,,মকিস মনসুর,
আজ রক্তঝরা ১৫ আগস্ট স্বাধীন বাংলার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস হচ্ছে বাংলাদেশ ও বাঙালীর জন্য বেদনাবিধূর ও কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় ইতিহাসের এক গভীর মর্মস্পর্শী শোকের দিন।
৭৫ এর ১৫ ই আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একজন রাষ্ট্র প্রধানকে হত্যা বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রকে হত্যা করার একটি ষড়যন্ত্র। দীর্ঘ লড়াই সংগ্রামের পর মানণীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিগত সরকারের আমলে হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমেবঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করালেও হত্যাকাণ্ডের নেপথ্য নায়কদের বিচার করা হয়নি। জাতিকে পুরাপুরি কলঙ্কমুক্ত করতে হলে এই ষড়যন্ত্রকারীদের নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচন করা সবচেয়ে জরুরি।’ বাঙালী জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তাঁর শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করবে। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান, তবু নাহি ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান’. আজকের এই দিনে স্বাধীন বাংলার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব. বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্ণেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক, প্রায় একই সময়ে ঘাতকরা বঙ্গবন্ধুর ভাগ্নে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় বেন্টু খান সহ সকল শহীদানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধু তুমি রবে এই বাংলায় অমর অক্ষয় হয়ে, যুগ থেকে যুগান্তরে জাতির হৃদয়ে চীরঅম্লান হয়ে বঙ্গবন্ধু মানে বাংলার আকাশ বঙ্গবন্ধু মানে বাংলার মানচিত্র বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু আমাদের শুধু স্বাধীনতা এনেই দেননি, বাঙ্গালী হিসেবে বিশ্বের দরবারে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু মানেই বাঙালী জাতির আত্তপরিচয়। পৃথিবীতে অনেক নেতা এসেছেন, কিন্তু একটি জাতীকে দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য প্রস্তুত করে মাত্র সাড়ে নয় মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এনে দিয়েছেন স্বাধীনতা, দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড। আজ বিশ্বের দরবারে বাঙালী জাতির সন্তান হিসাবে গৌরব ও গবের সাথে উচ্চারণ করছি বাংলা আমার দেশ বাংলা আমার ভাষা. আমরা একেকজন রাষ্ট্রদূত হিসাবে বহণ করে চলছি বাংলাদেশের লাল বৃত্ত সবুজ পতাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগষ্ট হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর করা হয়েছে এবং প্রক্রিয়া অব্যাহত রয়েছে, বিদেশে পালিয়ে থাকা নরপশুদের বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁদের ফাঁসির রায় কার্যকর করতে এবং হত্যাকাণ্ডের নেপথ্যের যন্ত্রকারীদের ওমূল নায়কদের বিচার করতে হলে আসুন আজ শোককে শক্তিতে পরিণত করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যারত্ন মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সহযোগিতা অব্যাহত রাখবো দেশে বিদেশে বসবাসকারী সকল বাঙালীদের হোক এই দীপ্ত শপথ.। পিতা মুজিবের আদর্শকে ধারণ করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তাঁরই সুযোগ্যা কন্যার সাহসী, প্রাজ্ঞ, দূরদর্শী নেতৃত্বে – আর সে অগ্রযাত্রায় আমরা যেন শেখ হাসিনার যোগ্য কর্মী হতে পারি।
পিতা মুজিব, বঙ্গমাতা এবং ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা সহ সবাই দোয়া করি মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো বঙ্গবন্ধু, সহ ঐ দিনে শাহাদাত বরণকারী অন্যান্য সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন,
জয় বাংলা. জয় বঙ্গবন্ধু. বাংলাদেশ চিরজীবী হোক। ************************************************
লেখক; মোহাম্মদ মকিস মনসুর, রাজনীতিবিদ ও সাংবাদিক,