ইউনিটি অব মৌলভীবাজার এর লন্ডনের সম্মেলন সফল করার আহবান,,।

বদরুল মনসুর,
বিশ্বময় মৌলভীবাজার জেলার মানুষের মধ্যে সৌহার্দের বন্ধন দৃঢ় করা ও প্রবাসে কমিউনিটির উন্নয়নে এবং বাংলাদেশে আর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিষ্টা এবং নিরলসভাবে কাজ করার প্রত্যয়ে গঠিত ইউনিটি অব মৌলভীবাজার,মাত্র চার বছরের মাথায় শুধু বৃটেনে নয়, মৌলভীবাজার জেলায় নয়, সমগ্র বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
ইউনিটি অব মৌলভীবাজার এর আগামী ২০২২ এর লন্ডনের সম্মেলন সফল করার লক্ষ্যে গত ২রা সেপ্টেম্বর ইউনিটি অব মৌলভীবাজার এর কমিটির এক সভা সংগঠনের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, উপদেষ্টা শেখ সালামত তালুকদার , উপদেষ্টা মিরাশদার আশরাফ আহমেদ, উপদেষ্টা শেখ ফারুক আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুজজামান খাঁন কমরু, সৈয়দ শামীম আহমেদ, শেখ আব্দুল রউফ তালুকদার ,নিয়াজ আহমদ লিটন,
এম লিটন চৌধুরী, শামীম চৌধুরী ,আমজাদ হোসেন সানী,
শফিকুর রহমান শফিক, রাসেল খাঁন, রাধা কান্ত ধর,
মামুন আহমেদ, আমিনুর রহমান কাবিদ,মাহফুজ আহমেদ, সাদিকুর রহমান, সৈয়দ রুয়েজ আহমেদ, তপু তোফায়েল খাঁন, মাহবুবুর রহমান শিবলু, সাইফুল হক খালেদ, তাজুল ইসলাম আতিক লাকী, ছাদিকুর রহমান,সাইফুল খালেদ, আজিজুর রহমান মুন,মোহাম্মদ শামীম, আনোয়ার মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, মনসুর চৌধুরী, সোহেল আহমদ,জুবের আহমদ, মো: মুহিবুর রহমান,জুবেল আহমদ বেলাল, রিংকু আহমদ, সৈয়দ সোয়েব আহমেদ, নিয়ামত খাঁন,সৈয়দ শাফিউল আহমেদ ,সৈয়দ আবু আলমগীর,মোঃ ফজলু মিয়া, জুয়েল খাঁন, বুলু আহমদ, আতিক রহমান, বেলাল আহমদ (সুহেল) ইউনুছ আহমদ,শাকির রহমান, আলমগীর চৌধুরী, সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উপস্থিত সবার সুচিন্তিত মতামত এর ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গূহীত হয়েছে। সম্মেলন উপলক্ষে ঐক্যের বন্ধন নামক একটি সুন্দর ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। এবং সম্মেলন সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিস্রতি ব্যাক্ত করেছেন।
পরিশেষে সভার সভাপতি ইউনিটি অব মৌলভীবাজার এর আহব্বায়ক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর
উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।****************************************
কাডিফ থেকে ; বদরুল মনসুর