মৌলভীবাজার সরকারি কলেজে আনন্দ পাঠশালার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা।

মৌলভীবাজারের অসহায় পথশিশুদের শিক্ষাদানকারী সংগঠন আনন্দ পাঠশালা – School of Happiness এর শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
#উদ্বোধক_প্রফেসর মোঃ সাইফুদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ
#প্রধান_অতিথিঃ জনাব মোঃ রফি উদ্দিন, বিভাগীয় প্রধান, রসায়ন বিদ্যা, মৌলভীবাজার সরকারি কলেজ
#বিশেষ_অতিথিঃ জনাব আব্দুল মালিক, সহকারী অধ্যাপক (ইংরেজি), মৌলভীবাজার সরকারি কলেজ।
#সভাপতিঃ শফিকুল ইসলাম, প্রভাষক (হিসাববিজ্ঞান), মৌলভীবাজার সরকারি কলেজ।
★★মৌলভীবাজার সরকারি কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এর হলরুমে আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অসহায় পথশিশুদেরকে শিক্ষাদানকারী প্রতিষ্ঠান আনন্দ পাঠশালার সেচ্ছাসেবক এবং শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আনন্দ পাঠশালার প্রধান শিক্ষক মৌসুমী আক্তার মৌ এর সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন করেন,
মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সাইফুদ্দীন আহমেদ স্যার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিদ্যা বিভাগের প্রধান জনাব মোঃ রফি উদ্দিন স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আব্দুল মালিক স্যার।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক (হিসাববিজ্ঞান) শফিকুল ইসলাম স্যার।
★★#সম্মানিত_প্রশিক্ষক_ও_রিসোর্স_পারসন_ছিলেন,
★জনাব এস এম ইলিয়াস (সহকারী অধ্যাপক,বাংলা)
★জনাব তোফাজ্জল হোসেন (সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান)
★জনাব জুবায়ের আহমেদ (সহকারী অধ্যাপক,প্রাণীবিদ্যা)
★জনাব সালেহ আহমেদ, (প্রভাষক, ইংরেজি)
★জনাব রেজাউল করিম জনি (প্রভাষক, হিসাববিজ্ঞান)
★জনাব সরোয়ার জাহান রাফি (প্রভাষক, হিসাববিজ্ঞান)
★প্রশিক্ষণ সমন্বয়ক ও আনন্দ পাঠশালার চেয়ারম্যান, জনাব হাফিজ মোঃ আব্দুস সালাম তালুকদার।
__অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের কে নিঃস্বার্থভাবে শিক্ষা দান করে যাচ্ছে আনন্দ পাঠশালা। একঝাঁক তারুণ্যের উচ্ছাসে গরে উঠা সামাজিক সংগঠন বন্ধুমহল ফ্রেন্ডস কিংডম এর পরিচালনায়, গত ৪ বছরের পথচলায় প্রায় ১০০+ শিশুদেরকে ভিক্ষা থেকে ফিরিয়ে এনে শিক্ষার আলোয় আলোকিত করে যাচ্ছে এই টিম। তাদেরকে আরও এগিয়ে নিতে, এবং এই টিম কে আরও অনুপ্রাণিত করতে পাশাপাশি শিক্ষকতায় আরও দক্ষ ভাবে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের শুভ উদ্ভোদন করা হয়। প্রশিক্ষণ চলমান থাকবে।
আপনারাও এগিয়ে আসুন মানবতার কাজে। একটি শিশু ও ভিক্ষা করবে না। আমরা আমাদের চেষ্টায় সফল হবই ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুপ্রেরণা আমাদের প্রিয় প্রশিক্ষকদের। এখান থেকে নতুন অনুপ্রেরণায় এগিয়ে যাবে আনন্দ পাঠশালা।
আনন্দ পাঠশালার সাথে যোগাযোগ করতে — 01726661143 এই নাম্বারে Whatsapp করুন।