ভ্রান্তি বিলাস, মোহাম্মদ ইকবাল।
প্রকাশিত হয়েছে : ১ অক্টোবর, ২০২২ ৭:১৩ পূর্বাহ্ণ | সংবাদটি ১৬৯ বার পঠিত

ভ্রান্তি বিলাস,
মোহাম্মদ ইকবাল,
ঘুরে ফিরে বেল তলাতেই আসা
ন্যাড়া মাথা বেমালুম যাই ভুলে!
পচা শামুকে বারবার কাটি পা
তারপরও কেন সে পথ দিয়েই হাঁটা?
কেমনতর ভ্রান্তি বিলাস এটি?
দাম দিয়ে কষ্টই যাই কিনে,
কেন তবে চিত্তের বিকি কিনি?
ছেড়ে যাওয়াটাই যদি ছিল মনে!********************************
মোহাম্মদ ইকবাল,
২৬/৯/১৬ ইং, লন্ডন।