শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারন সভা: শিক্ষা ও স্বাস্হ্য সেবায় এক উজ্বল দৃষ্টান্ত রাখছে এ ট্রাষ্ট।

————————————————————————————-
গত ২৫শে ফেব্রুয়ারী রবিবার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের এক সাধারন সভা সংগঠণের সভাপতি আব্দুল ওয়াদুদ দীপকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওয়াছেক আহমদের পরিচালনায় লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে অনুষ্ঠিত হয় ।
সভায় বিগত এক বছরের কর্ম তৎপরতার রিপোর্ট ও আর্থিক রিপোর্ট প্রদান করা হয় ।আর্থিক রিপোর্ট দেন ট্রেজারার সেলিম আহমদ ।
সভায় বিভিন্ন ট্রাষ্টিরা আলোচনায় অংশ নেন ।বক্তারা -বিগত বছরে বন্যার্তদের মধ্যে আর্থিক সাহায্য প্রদান ,চক্ষু শিবিরের আয়োজন ও স্বাস্থ্য ক্লিনিক নির্মান কাজের প্রশংসা করেন ।বক্তারা বলেন -আজাদ বখত হাই স্কুলকে কলেজে রুপান্তর ও এমপিও ভুক্ত করে শেরপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে ।এ জন্য সকল ট্রাষ্টিই প্রশংসার দাবীদার ।
সভায় প্রভাষক জয়নাল আবেদীন বকুলের বড় ভাই ও অধ্যাপক আব্দুল হাই এর চাচাতো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয় ।
আমি এ সংগঠনের একজন ট্রাষ্টি ও উপদেষ্টা হিসাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ।