সৌদি আরব প্রবাসী আনোয়ার হোসেন স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল সম্পন্ন।

আলোকিত নন্দির গাঁও ই-ম্যাগাজিনের গোল্ডেন মেম্বার,নন্দির গাঁও হাবিবুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মরহুম আনোয়ার হোসেনের ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন, খতমে খাজেগাঞ্জ, মিলাদ ও দোয়া মাহফিল নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা, গোয়াইনঘাট, সিলেট এর উদ্যোগে ২৯ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী রোজ বৃহস্পতিবার মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্টাতা মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন
সহ সুপার মাওলানা মোঃ কামাল উদ্দিন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন সুপার মাওলানা মুজিবুর রহমান, শিক্ষক মাওলানা আমির উদ্দিন, মোঃ কামাল উদ্দিন, কবির আহমদ, হাফিজ আমির উদ্দিন, ফয়েজ আহমদ, রুবেল আহমদ।
আর উপস্থিত ছিলেন কবির আহমদ, মরহুমের এতিম দুই ছেলে মাসুদ আহমদ, সাকিব আহমদ, চাচা ক্বারী মোশাররফ আলী, ছোট ভাই আশরাফুল ইসলাম, আসাদ হোসাইন, কিবরিয়া আহমদ প্রমুখ।
সুপার মাওলানা মুজিবুর রহমানের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য যে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দির গাঁও গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন গত ৮ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত হন। সিলেট ৪ আসনের সংসদ সদস্য মাননীয় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ মহোদয় সহ বাংলাদেশ সরকারের সহযোগিতায় ১৯ সেপ্টেম্বর লাশ দেশে এনে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।