অর্থকড়ি.
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১৮৩ বার পঠিত

// অর্থকড়ি //
সাইদুর রহমান ১৩-১০-২২ ইং
এক পয়সা দুই পয়সা
তুচ্ছ মোটেও নয়,
বিপদ কালে ইহা যেন
মোদের সহায় হয়।
পাই পাই করে সঞ্চয়ের
জমা রাখা অর্থ,
গড়ে তুলে অট্টালিকা
নাই হয় ব্যার্থ।
আলস্যে যাদের জীবন
গড়া তারা কি বুঝে,
টাকার গন্ধ যেতায় পায়
হাত বাড়িয়ে খুঁজে।
পরের ধনে লিপ্সা করে
লাভ হবেনা যেখানে,
কর্ম করে জীবন গড়লে
গর্ব করবে সেখানে।
অর্থ ছাড়া ব্যার্থ জীবন
সবার কাছে জানা,
নিজ অর্থে ফুটানি কর
কে করেছে মানা।
তিলেতিলে গড়ে তোলা
ছোট্ট কুঠির খানি,
প্রাসাদের ছেয়েও অমূল্য
নিজ তৈরী ছাউনি।