মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা হওয়ায় অভিনন্দন,।

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্মরূপ জাতীয় পর্যায়ে দেশসেরা (শ্রেষ্ঠ) হয়েছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
পাশাপাশি মৌলভীবাজারের স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে শ্রেষ্ঠ উপ-পরিচালক নির্বাচিত হয়েছেন।
আগামী রোববার (১৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে রাজধানীর ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার দেওয়া হবে।
এ পুরস্কারের জন্য সারাদেশে ১০ জনকে সম্মাননা দেওয়া হবে। এরমধ্যে আছেন স্থানীয় সরকার উপ-পরিচালক সাতজন, ইউনিয়ন চেয়ারম্যান দুইজন। তবে সারাদেশে একজন মাত্র মেয়র এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
এদিকে বৃটেন থেকে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের চ্যারিটি কোডিনেটর ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রজেক্ট চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ প্রবাসী নেতৃবৃন্দ মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।