ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার মুবারক র্যালি অনুষ্ঠিত।
প্রিয়নবী (সা.) এর সুমহান আদর্শ সকলের কাছে পৌঁছে দেওয়া ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব
———মনজুরুল করিম মহসিন
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর, ২০২২, রবিবার, সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণের জন্য কলেজ ক্যাম্পাসে সকাল থেকেই জড়ো হন রাসূলপ্রেমিক শিক্ষার্থীবৃন্দ।
সকাল ১১টায় ক্যাম্পাসের বাংলা বিভাগের সম্মুখ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় নাতে রাসূল এর সূরে সূরে মুখরিত হয় কলেজ ক্যাম্পাস। কালজয়ী শ্লোক সম্বলিত ব্যানার ও রং-বেরঙের পতাকা র্যালির শোভাবর্ধন করে।
কলেজ শাখার সভাপতি কাওছার আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলবাব হোসাইনের সঞ্চালনায় র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাসূল (সা.) এর আগমনের খুশিতে ধরাধামে আনন্দের কল্লোল উঠেছিলো। তাঁর আগমনের খুশিতে সমগ্র বিশ্বব্যাপী সাড়ম্বরে মীলাদুন্নবীর মাহফিল অনুষ্ঠিত হয়। মীলাদুন্নবী (সা.) নিয়ে কোন ধরনের বিভ্রান্তি তৈরির সুযোগই নেই। মীলাদুন্নবী নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করেছে তারা বেইজ্জতির অতল গহবরে পতিত হয়েছে। এ সকল বাতিলপন্থী মতবাদের মুকাবেলায় ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। কারো কথায় কর্ণপাত না করে মীলাদুন্নবীর মাহফিলগুলোকে আরও বেশি বেশি করে আয়োজন করতে হবে। এর পাশাপাশি মানুষের কাছে রাসূল (সা.) এর সুমহান আদর্শ পৌঁছে দিতে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সদস্য শুয়াইব আহমদ, শাবিপ্রবি শাখার সভাপতি গাউছুল আলম, এমসি কলেজ শাখার সাবেক সভাপতি শেখ শফি উদ্দিন, আফরুজ্জামান রুবেল, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, নাবেদ হুসাইন, শামছুল ইসলাম সাদিক,বেলাল আহমদ নাইম,মোহাম্মদ তারেকুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাদেকুর রহমান সাদিক, সিলেট মহানগরীর সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট পূর্ব জেলার অফিস সম্পাদক এহসান মাহমুদ শামীম, সুবহানীঘাট দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক সভাপতি মুশতাক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহর অফিস সম্পাদক আব্দুর রহিম, কলেজ শাখার সহ-সভাপতি আমির উদ্দিন, ইবাদুর রহমান, সামির উদ্দিন, আব্দুল হক, সহ-সাধারণ সম্পাদক জায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ওমর, অর্থ সম্পাদক মাহবুবুল করিম মুবিন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসাইন প্রমুখ।