বৃটেনের দারুল হাদিস লাতিফিয়ার কৃতি ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ সফলভাবে সম্পন্ন,।

বদরুল মনসুর,
দারুল হাদিস লাতিফিয়ার ২০২২ সনে জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত শনিবার (২২ অক্টোবর) মাদরাসা হলে অনুষ্ঠিত হয়। মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান আল্লামা আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্রদের মাঝে এওয়ার্ড বিতরণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র জনাব লুৎফর রহমান, মাদরাসার ট্রাস্টি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র জনাব মাইয়ূম মিয়া তালুকদার।
সম্মানিত অতিথি হিসেবে মাহফিলে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর সাঈদ আহমদ, কাউন্সিলর কবির আহমদ, কাউন্সিলর ইকবাল হোসাইন, কাউন্সিলর বিলাল উদ্দিন, কাউন্সিলর আনা মিয়া, কাউন্সিলর আমিন রাহমান, কাউন্সিলর আহমাদুল হক, কাউন্সিলর মুশতাক আহমেদ, চ্যানেল এস এর ম্যানেজিং ডিরেক্টর জনাব তাজ চৌধুরী প্রমুখ।
মাদ্রাসার কো হেড টিচার মাওলানা আনহার আহমদ ও মাওলানা রাফি আহমদ এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহহার, গভর্নিং বডির সেক্রেটারি জনাব বদরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ছাত্রদের পক্ষে আনাছ আলী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসাযর উস্তাদ হযরত মাওলানা মুফতি ইলিয়াস হোসাইন, হযরত মাওলানা নজরুল ইসলাম, হযরত মাওলানা শেহাব উদ্দীন, মাওলানা আবদুল আউয়াল হেলাল, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, মাদরাসার সাবেক হেড টিচার মাওলানা মুশাররফ হোসাইন ইমরান, জনাব নজমুল হক, গভর্নিং বডির সদস্য জনাব কমরুদ্দীন চৌধুরী পাপলু, জকিগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক প্রেসিডেন্ট জনাব মশিউর রহমান শাহিন, জনাব নজরুল ইসলাম গজনবী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফরিদ আহমদ, জনাব গোলাম জিলানি, জনাব বায়জিদ মাহমুদ ফয়সল, জনাব মতিউর রহমান, জনাব হাফিজ গিয়াস উদ্দীন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলানা আব্দুল ওয়াছি আরিফ, ক্বারী সুফিয়ান বিল্লাহ, জনাব সদরুল ইসলাম।
অনুষ্ঠানে কুরআনে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ ক্বারি নাবিল উদ্দীন খান এবং নাশিদ পরিবেশন করেন ক্বারি আহনাফ চৌধুরী।