বৃটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ আজিজুল ইসলাম এমবিই আর নেই

বদরুল মনসুর: বৃটেনের বিশিষ্ট কমিউনিটি নেতা ,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক হাউজিং ম্যানেজার ও কমনওয়েলথের ফাইন্যান্স অফিসার সৈয়দ আজিজুল ইসলাম এমবিই ( সিদু মিয়া ) আর নেই।
গত ১৫ই ডিসেম্বর বৃহস্পতিবার লণ্ডনের সেন্ট জর্জ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর ।তিনি স্ত্রী ,এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।লণ্ডনের স্ট্রেথাম হিলে তিনি বসবাস করতেন ।মরহুমের বাংলাদেশে গ্রামের বাড়ি ছিল মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দী সৈয়দ বাড়ি।তিন প্রখ্যাত লেখক ও শিক্ষক মরহুম সৈয়দ শামসুল ইলামের চাচাতো ভাই ছিলেন ।
সৈয়দ আজিজুল ইসলাম এমবিই বিসমিল্লাহ চ্যারিটির প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন ।বৃটেনে বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে একজন সমাজসেবক ও সিভিল সার্ভেন্ট হিসাবে তিনি অনেক কাজ করে গেছেন ।
মরহুমের মৃত্যুতে ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ,কমিউনিটি নেতা ও রাজনীতিবীদ মাহিদুর রহমান ,সিংকাপনী মাওলানা ব্রাদারস এণ্ড সন্স ট্রাষ্টের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক নবাব উদ্দিন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন, বিছমিল্লাহ ইউকে চ্যারিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সল আহমদ আখন্দ ও সমাজসেবী দিলওয়ার আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন ও সমবেদনা প্রকাশ সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য দেশে বিদেশে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।