জাতীয় প্রেস ক্লাব এর সভাপতি ও সম্পাদক সহ নির্বাচিত নেতৃবৃন্দকে ইউকে বিডি টিভির অভিনন্দন

জেসমিন মনসুর: জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে পূনরায় সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত সহ নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে বৃটেন থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম ও ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির সহ প্রমুখ নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ এর সুস্বাস্থ্য ওদীর্ঘায়ু কামনা করে আগামী দিন গুলোতে সাংবাদিকদের কল্যাণে আরও বলিষ্ঠ ভৃমিকা রাখার আহবান জানিয়ে অভিনন্দনবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, জাতীয় প্রেসক্লাব সারাদেশের সাংবাদিকদের একটি বিশ্বাসের প্রতীক। আধুনিক প্রেসক্লাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরো সাংবাদিক বান্ধব হয়ে সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।